ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের চূড়ান্ত সূচি

আগামী জুন-জুলাইয়ে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটির সূচি চূড়ান্ত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


আফগানরা অবশ্য সিরিজটা খেলবে দুই ভাগে। প্রথম দফায় একমাত্র টেস্ট খেলতে ১০ জুন বাংলাদেশে পা রাখবেন রশিদ খানরা।এরপর ঈদ-উল-আযহার বিরতি। সেই বিরতিতে ভারতে গিয়ে রোহিত শর্মাদের বিপক্ষে খেলবে আফগনরা। এরপর ১ জুলাই ফের বাংলাদেশে ফিরে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দলটি।


মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান প্রথম টেস্ট শুরু হবে ১৪। ১৮ জুন টেস্ট শেষ করে আফগানরা ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে ১৯ জুন।


চট্টগ্রামে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ৫, ৮ ও ১১ জুলাই। ১৪ ও ১৬ জুলাই সিলেটে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

 

ads

Our Facebook Page